শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবসে গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব-বড়চর এলাকায় শায়িত সিলেট বিভাগের প্রথম দুই শহীদ মুক্তিযোদ্ধা মরহুম হাফিজ উদ্দিন ও মহফিল হোসেনের সরণে তাদের কবরে পুষ্প ̄Íবক অর্পন করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেত…বৃন্দ। এসময় উপি ̄’ত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনসাই, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, যুগ্ন-সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ থানার সদস ̈ মোঃ আব্দুল ওয়াহেদ প্রমূখ।