চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ‘২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ আগস্ট) বিকাল চারটায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রাব্বির সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল মমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য নুরুল কালাম আজাদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ আহমেদ তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, খন্দকার মোশতাকরা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে পারেনি। বঙ্গবন্ধু ইতিহাসে বরাবরের মতই প্রাসঙ্গিক। তার চেতনা ও আদর্শ বাঙালি জাতির এক গৌরব গাঁথা৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি দেশ কে বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমেদ, প্রচার সম্পাদক জুয়েল চৌধুরী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাফলোর রহমান বিজয়, সমাজকল্যাণ সম্পাদক রায়হান আহমেদ ফয়েজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাধীন আহমেদ শুভ, নির্বাহী সদস্য তারেক খান, জায়েদ আলী, হাবিবুল বাশার কামাল, মনসুর আহমেদ জামি, শাহনুর ইসলাম, আল আমিন, আব্রাহাম আকিব লিংকন, আব্দুস সালাম রিপন, সাজিদ, পিয়াস সহ আরো অনেকে৷