আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায়
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
পালন, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড.আকবর হোসেইন জিতু, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সৈয়দ মোতাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, আব্দুস সামাদ আজাদ মাষ্টার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।