নিজস্ব প্রতিবেদক : চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে একদল তরুণের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কার করা হয়।
শুক্রবার (১৩ আগস্ট) উত্তর দেওরগাছ কবরস্থান সংলগ্ন রাস্তাটি সংস্কার করেন গ্রামের তরুণরা।
সংস্কার কাজে পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৩নং দেওরগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ছুরুক আলী চেয়ারম্যানের ছোট ছেলে আয়ারল্যান্ড প্রবাসী সুমন ফরাজী।
এসময় তিনি বলেন, ‘বিদেশ থেকে এসে কবর জিয়ারত করতে এসে দেখি কবরস্থান সংলগ্ন রাস্তাটি কাদামাটি ভরপুর। এই গোরস্তানে কবর দিতে আসা মানুষ এবং এই পাশের মানুষের কষ্ট যেন লাঘব হয় সেই উদ্দেশ্যে আমি সবাইকে নিয়ে রাস্তাটি ইট এবং বালু দিয়ে সংস্কারের উদ্যোগ নেই। এসময় মোহাম্মদ নূরুল ইসলাম, জয়নাল আবেদীন, পারভেজ মিয়া, কিরন মিয়া, কাউসার মিয়া সহ গ্রামের অনেক যুবক সংস্কার কাজে সহযোগিতা করেন।