স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার ̄ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দিনব ̈াপি প্রতি বছরের মত এবারো শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রা১⁄২ঁনে মহান বিজয় দিবস উপলক্ষে স্কুলের অসংখ ̈ শিক্ষার্থী দিনব ̈াপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধে ̈ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ কালে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক সহ গণ ̈মান ̈ বেক্তিবর্গ উপি ̄’ত ছিলেন।