মোতাব্বির হোসেন কাজলঃ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শানখলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঔষধি ও ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, ইউনিয়ন সচিব আবদুস সালাম, ৭ ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান, সাইফুল ইসলাম আবদুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।