হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং থানার ওসি এমরান হোসেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মাহফুজা আক্তার শিমুল, পলাশ রঞ্জন দে, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, এমরান হোসেন জেলার হাওর অধ্যুষিত বানিয়াচং উপজেলাং সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকরাসহ অনেক ডাকাতকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করান। সেখানকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এই পুরস্কারে ভূষিত হন।
ওসি এমরান হোসেন এই পুরস্কার পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই পুরস্কার ভবিষ্যতে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা দিবে বলে জানান।
ওসি এমরান হোসেন এর পূর্বে হবিগঞ্জের লাখাই থানায় এবং হবিগঞ্জের ডিবির ওসি হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।