নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে সোমবার (১৮ মে) দুপুরে রাক্ষু দাশ দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের রাসেল দাশের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে ওই দিন সে খেলা করার সময় পরিবারের সকলের অগোচরে পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে খুজাখুজি করে পুকুরে ভাসমান অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।