নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে অক্সিজেন রিফিল কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
মংগলবার(৩ আগষ্ট) সকাল সাড়ে এগারটায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশনায় হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা মহামারির সময়ে করোনা রোগীদের অক্সিজেন সংকট দূর করার জন্য এগিয়ে এসেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন( TSF), Harak সমাজ উন্নয়ন সংস্থা, TVN 24 Television এর সি ই ও আমেরিকার প্রবাসী পুলক ভুঁইয়া। অনুষ্ঠানে বক্তারা জানান, খালি Oxygen সিলিল্ডার গুলি রিফিল করার জন্য প্রতিদিন একটি গাড়ি যাবে কাঁচপুর সালাউদ্দিন অক্সিজেন রিফিল সেন্টারে সেখান থেকে অক্সিজেন রিফিল ভর্তি করে সদর হাসপাতালের রোগীদের জন্য ব্যবহার করা হবে।
সংগঠনের চেয়ারম্যান সাগর আহমদ শামীম বলেন, এই কার্যক্রম চলবে হাসপাতালে যতদিন সেন্টাল অক্সিজেন ব্যবস্থা চালু না হবে ততদিন পযর্ন্ত, আমরা পুরো টিম এই করোনা মোকবেলার যুদ্ধে সরকারের এবং প্রশাসনের সহযোগি হিসাবে কাজ করতে সর্বদা প্রস্তুত আছি।
এ সময় সদর হাসপাতালে ব্যবহারের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে দুইটি হুইল চেয়ার একটি অক্সিজেন সিলিন্ডার,মাস্ক প্রদান করা হয়েছে। এ সকল সামগ্রী গ্রহন করেন হাসপাতালের আর এম ও ডাঃ মোমিন হুসেন। এর পর জেলা প্রশাসক তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র কন্যাদায় গ্রস্থ মায়ের হাতে বিবাহের বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আর এম ও মোমিন হুসেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী,সেক্রেটারি সুমন আহমদ রাজু আলী, অর্থ সম্পাদক শেখ জামাল,নির্বাহী সদস্য আবু নাসের মোঃ শাহীন, হারাক সভাপতি মোঃ আব্দুল খালেক,হাজী আব্দুল হক, সহ সভাপতি হারাক,মোঃ ইউনুস আলী,প্রতিনিধি মোঃ নূর ইসলাম, প্রমুখ ।
সভা শেষে তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি এ এস এম মহসিন চৌধুরী সমাজের সকল বিত্তবানকে এই দূর্যোগ মুহূর্তে এগিয়ে আসার আহবান জানান।