নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে পাষন্ড পুত্র কাশেম আলীর প্রহারে পিতা হুসেন আলী আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পারিবারিক কলহের জের ধরে হুসেন আলীর সঙ্গে তার ছেলে কাশেম আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেম আলী ক্ষিপ্ত হয়ে তার পিতা হুসেন আলীকে প্রহার করেন।