কামরুজ্জামান আল রিয়াদ : হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের হাতে দেশীয় পাইপগানসহ দুজনকে আটক করেছে র্যাব ৯।
শুক্রবার (৩০ জুলাই)ভোরে উপজেলার আমতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক সোহেল মিয়া আমতলা গ্রামের এবং জসিম মিয়া লাতুরগাও গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে র্যাব ৯ এর সদস্যরা। এ বিষয়ে র্যার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
র্যার জানায়, তারা দীর্ঘ দিন ধরে স্থানীয় ভাবে দেশীয় অস্র তৈরী করে দেশে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে তাদের কাছে অভিযোগ রয়েছে।
শুক্রবার ভোরে গোপন সুংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদের আটক করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, বিকেল ৪ টায় র্যাব পাইপগানসহ আটক দুই জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।