নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোকামপাড়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি গ্রামের আবু সালেহ বাবুর শিশুপুত্র মোঃ নাহিদ (০৫)।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল ৪ টা থেকে শিশু বাচ্চাটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সন্ধ্যায় এলাকায় মাইকিং করানো হয়। পরে রাত ৯ টায় জেলেদের ডেকে জাল ফেলে বাড়ির পেছনের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ১ টায় জানাযার নামাজ শেষে মোকামপাড়া পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। নাহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।