নবীগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের পর ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আশিক মিয়ার। নিখোঁজ আশিক মিয়া উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আলীর পুত্র। তার বয়স মাত্র ১২ বছর।
জানা যায়, গত ২৩ জুলাই সকাল ৯ টার দিকে আশিক তার বাড়ি থেকে মিলনগঞ্জ বাজারের উদ্দ্যেশে রওয়ানা দেন।
২৮ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত তিনি বাড়িতে ফিরেন নাই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। তার সন্ধান না মিলায় নিখোঁজ আশিক মিয়ার পিতা নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং-১৫৭৪, তারিখ : ২৫-৭-২০২১ইং।
তার গায়ের রং শ্যামলা,মুখমন্ডল গোলাকার, উচ্চতা (আনুমানিক) ৩ফুঠ ১ইঞ্চি, শারীরিক গড়ন ভাল, সে নবীগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে, তার পড়নে ছিল লাল ও হলুদ রংয়ের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, একটি জিডি করেছেন তার পিতা। বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত করছে।