নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে জমির রংজমার টাকা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার(২৬ জুলাই) বিকেলে হলিমপুরস্হ তাদের নিজ বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনাটি সংঘটিত হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের ওমান প্রবাসী নিহত গৌরাঙ্গ দাশ (৫৫) মৃত বিরীন্দ্র দাশের পুত্র। জমির রংজমার টাকা নিয়ে দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে ছোট ভাই গোপেন্দ্র দাশ তার বড় ভাই গৌরাঙ্গ দাশের গলা টিপে ধরে শ্বাসরোধ করে দেয়ালে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন গৌরাঙ্গ দাশকে উদ্ধার করে ইনাতগঞ্জের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার মূল রহস্য জানা যাবে।