এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঈদুল আযহা পরবর্তী সময়ে কঠোর লকডাউন বাস্তবায়নে আজ তৃতীয় দিনসহ মোট ৩৫ মামলা ও ১০,৪০০ টাকা নগদ অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতে উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও থানা পুলিশ।
পবিত্র ইদ উল আযহা পরবর্তী সময়ে সরকার নির্ধারিত ২৩ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সারাদেশের নেই চুনারুঘাট উপজেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেন না নিজে সুস্থ থাকুন পরিবারের সকলকে সুস্থ রাখুন। প্রচারভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আজ পৌর এলাকার বিভিন্ন স্থানে জনগণের চলাচল নিয়ন্ত্রনে আনতে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সরকারি নির্দেশ অমান্য করায় ১৪ জনকে বিভিন্ন আইনে ৩৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করাসহ ৩ দিনে মোট ৩৫ মামলা ও ১০,৪০০ টাকা অর্থদণ্ড আরোপ করে।
এ সময় প্রায় শতাধিক ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা ও সচেতনতা অবলম্বন করা হয়।