নবীগঞ্জ প্রতিনিধি করোনাভাইরাস সংক্রামণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে হবিগঞ্জের নবীগঞ্জের জনতার বাজারে বসেছিল পশুর হাট । খবর পেয়ে পশুর হাট বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ জুলাই) বিকেলে সাড়ে ৪ টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল সেনা সদস্য জনতার বাজার পশুর হাট বন্ধ করে দেয়।
শনিবার (২৪ জুলাই) দুপুর থেকে সরকারি কঠোর বিধি নিষেধ উপক্ষো করে ঈদ পরবর্তী জনতার বাজার পশুর হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকে পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা বিক্রেতারা।
খবর পেয়ে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহকারে একদল সেনা সদস্য জনতার বাজারে গিয়ে মাইকিং করে দ্রুত বাজার বন্ধ করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, সরকারি কঠোর বিধি নিষেধ অমান্য করে জনতার বাজার পশুর হাট বসে। খবর পেয়ে বাজারে গিয়ে পশুর হাট বন্ধ করে দেয়া হয়।