চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শনিবার সকাল ১০টায় হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ ভিজিএফ-২০২১ বিতরণ করা হয়েছে। প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিল আব্দুল হান্নান জনপ্রতি ১০কেজি করে ৫৪০ জনকে ভিজিএফ চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন – পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক সমবায় কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমেদ রনি, মহিলা কাউন্সিল মোছা: মাসকুরা আক্তার পাবনা, সংবাদকর্মী শঙ্কর শীল, মোহাম্মদ সিদ্দিক আলী, বেলাল হোসেন রাবেল প্রমূখ। উল্লেখ, এ পৌরসভায় ৪ হাজার ৬২১জনকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।