সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে বানিয়াচং উপজেলা সিএনজি মালিক সমিতির কর্মহীন শ্রমিকদের মাঝে ঈদ বোনাসের নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার (১৭জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে সিএনজি অটোরিকশার বিভিন্ন কর্মহীন শ্রমিকদের এই নগদ অর্থ প্রদান করেন এফসিসিআইএ-র পরিচালক ও হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এর প্রেসিডেন্ট এবং হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ প্রদানকালে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। করোনাকালীন এই সময়ে আমাদের অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাই তাদের জন্য জেলা সিএনজি মালিকদের পক্ষ থেকে এ বোনাস সহায়তা প্রদান করা হচ্ছে।