এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যক্তিত্ব প্রয়াত বিদ্যুৎ রঞ্জন পাল এর ভার্চুয়াল শোকসভা ও স্মৃতিচারণ পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোর্শেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজান এর সঞ্চালনায় ভার্চুয়াল এই শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
পদক্ষেপ গণ পাঠাগারের আয়োজনে পাঠাগার মঞ্চে ভার্চুয়ালে এই শোকসভা ও স্মৃতিচারণ সভাটি পালন করা হয়।এসময় এই ক্ষণজন্মা অভিনেতা, নির্দেশক ও সংগঠক বিদ্যুৎ রঞ্জন পাল জীবনী আলোকপাত করা হয়।তিনি ২৭ আগষ্ট ১৯৬৯ সালে সম্ভ্রান্ত পাল পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই,পাঁচ বোনের মধ্যে তিনি অষ্টম। তিনি সংগঠন করেন সবুজ সেনা,সততা স্পোর্টিং ক্লাব,আবাহনী, খোঁয়াই কচিকাচার মেলা,অনন্যা নাঠ্যগোষ্টী,চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ, এক শিক্ষক এক পাঠশালা,সৃষ্টি, খোয়াই নদী রক্ষা আন্দোলন, বিশ্ব সাহিত্য কেন্দ্র চুনারুঘাট শাখা সহ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জোটের আহ্বায়ক দায়িত্ব পালন করেন।রাজনীতিতে ছাত্র ইউনিয়ন ও অভিনয়ে টিপু সুলতান, আসামি হাজির,জুতা আবিষ্কার, ফেরিওয়ালা, এখন দুঃসময়, মুনতাসীর ফেন্ঠাসী,খেলাধুলা ক্রিকেট খেলার ফাস্টবোলার।
এছাড়াও ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজার সমুদ্র উপকুলীয় এবং ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার সময়ে পটুয়াখালী অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।রক্তদান সহ মেধাবী, অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদান করেন।দীর্ঘদিন লিভার সিরোসিসে ব্যাধিতে আক্রান্ত হয়ে ৯ জুলাই ২০২১ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এসময় উপস্থিত সকলে তার আত্মার শান্তি কামনা করেন,শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালাহ উদ্দিন,ড.গোলাম রব্বানী ও
বিদ্যুৎ পালের সহযোগী সাথী মোক্তাদির কৃষাণ চৌধুরী,ছোট ভাই পার্থসারথি পাল,সুহেল আহমেদ,হুমায়ুন কবির মিলন,হুমায়ুন কবির চৌধুরী, সেলিম আহমেদ,কাউসার খসরু,ইঞ্জিয়ার নুরুদ্দীন,আব্দুল মুমিন সাদ্দাম, আরিফুল ইসলাম,আশরাফুল রাসেল,ফুলমিয়া খন্দকার মায়া,রেজওয়ানা ইসলাম উপমা,দ্বীপ পাল সহ গ্রন্থাগার তোফায়েল প্রমুখ।