শনিবার রাতে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা শামছুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে টিলাগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের ওপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।