নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মহামারি করোনায় আক্রান্ত হয়ে বুধবার (১৪ জুলাই) দুপুরে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি হচ্ছেন উপজেলার উমরপুর গ্রামের ছায়া বেগম(৫৫)।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মোঃ বদরুজ্জামানের স্ত্রী ছায়া দীর্ঘদিন ধরে সিলেট শহরে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে তাকে বুধবার সকালে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার রাতেই স্বাস্হ্য বিধি মেনে জানাযার নামাজ শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।
ছায়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।