নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ৫২৫ পরিবারে করোনা ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে নূরপুর হাইস্কুল মাঠে ও আফরাজ আলী স্কুলের মাঠে এ সহায়তা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।
নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোতাকাব্বির আক্কাস,অলি হোসেন লেচু,তোফাজ্জল হোসেন অপু,কামরুল হাসান রাসেল,এলাকার মুরুব্বীগন সহ মেম্বারবৃন্দ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে ৩টি ওয়ার্ডের ৫২৫ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে দেওয়া হয়েছে ।