হামিদুর রহমান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের একটি জমি থেকে শনিবার সকালে শিল্পি সরকার (১৭) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় লোকজন কাজ করতে রামেশ্বর গ্রামের একটি জমিতে কাজ করতে গেলে ওই গ্রামের বিনোদ সরকারের মেয়ে শিল্পি সরকারের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা মনির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।