আব্দুর রাজ্জাক রাজুঃ ১২ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৬ নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের অন্তর্গত শ্রীকুটা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর হইতে ১০.৩ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গ্রেপ্তার কৃত আসামী চুনারুঘাট উপজেলার আমুরোড গাদিশাল গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র রাকিব মিয়া(২২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।