আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় দুর্ঘটনায় নিহত নবীগঞ্জের অমৃতা বেগমের মা আনোয়ারা বেগমের বিলাপ থামছেই না। তার কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠছে। “ও অমৃতা রে, এখন কই তুই মা ? ও আল্লাহ, তুই ছাড়া এখন আমরার কেউ নাই.” আমাদেরকে আর কে দেখবে মা, আমার বুকে ফিরে আয় মা’ এসব আহাজারি চলছিল নিহত অমৃতার বাড়িতে। তিনি শুধু বলছেন আমি লাশ চাই-বিচার চাই।
সোমবার (১২ জুলাই) এ প্রতিনিধির সাথে আলাপকালে নবীগঞ্জের বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের মোতালিব মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বাড়িতে আহাজারি করে কথাগুলো বলছিলেন নিহত অমৃতার মা আনোয়ারা বেগম। ওই কারখানাতেই কাজ করতেন তার মেয়ে অমৃতা বেগম (৩০)। স্বামী রিক্সা চালাতো নারায়ণগঞ্জে। গেল শুক্রবার রাতে মায়ের সাথে শেষ বারের মতো মোবাইল ফোনে কথা হয়েছিল অমৃতার। কিন্তু অগ্নিকান্ডের পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মায়ের একটাই কথা আমি আর কিছু চাই না আমি শুধু আমার মেয়ের লাশ চাই। আর এর বিচার চাই।
আনোয়ার বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে। তার স্বামী পঙ্গু । ৩ মেয়ে ও ১ ছেলের সংসারে অমৃতার টাকায় চলতো তাদের সংসার। প্রায়ই টাকা দিয়ে পরিবারকে সহযোগীতা করত। ফ্যাক্টরিতে কাজ করার সুবাধে স্বামী ও মেয়েকে নিয়ে তারা নারায়ণগঞ্জের ভুলতা
গাউছিয়ার ভোলাকান্দা নতুন বাজার(দক্ষিণ পাড়ার) হাবিব মিয়ার বাড়িতে বাসা ভাড়া করে থাকতো।
তিন মেয়ে এক ছেলের মধ্যে সব বড় মেয়ে অমৃতা। বড় ভাই বিয়ে করে আলাদা সংসার নিয়ে থাকেন। অল্প বয়স থেকে সে বাবা-মাকে দেখছে। শত বাঁধার মধ্যেও চালিয়ে যায় স্বামীর সংসারের সাথে বাবা-মার সংসার। ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সংসারের হাল ধরেছিল অমৃতা। সংসারের হাল ধরতে ৫ হাজার ৭০০ টাকা বেতনে চাকরি নেন গত জুন মাসে হাসেম ফুড লিমিটেডে। সুমা নামে ৭ বৎসরের এক মেয়ে আছে।
তার ভবিষ্যৎ নিয়ে শংকিত আনোয়ারা বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস একটি দুর্ঘটনায় এক মুহূর্তে সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। কথাগুলো শেষ না হতেই ঢুকরে কেঁদে ওঠেন অমৃতার মা আনোয়ার বেগম। স্মৃতি টেনে কেঁদে কেঁদে বলেন, দূর্ঘটনার আগের দিন তাকে ফোন দিয়েছিল অমৃতা। আগামী কোরবানির ঈদে বাড়ি আসার কথা বলেছিল। সবার জন্য নতুন কাপড় নিয়ে আসবে। এবার সবাইকে নিয়ে বাড়িতে ঈদ করবে। জবাবে মা বললেন,মারে আমার কিছু লাগবো না মা, তুই আমার বুকে ফিইরা আয়। তুই ছাড়া আমাদেরকে কে আর দেখবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে আনোয়ারা বেগমের মেয়ে আমৃতা বেগম ছিল। এখনও অমৃতার লাশ পাওয়া যাচ্ছে না।
অমৃতার স্বামীসহ পরিবারের লোকজন ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সেখানে লাশ সনাক্তের জন্য অমৃতার মেয়ে সুমা, বোন মুমিনাসহ পরিবারের লোকজন নমুনা দিয়েছেন। ডিএন টেস্টের রিপোর্ট আসার পর অমৃতার মৃতদেহ সনাক্ত করা হবে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন। অগ্নিকান্ডে নিহত অমৃতার শশুড় বাড়ী কিশোরগঞ্জে। ঢাকায় একটি কোম্পানীতে চাকুরীর সুবাধে পরিচয় এবং পরবর্তীতে প্রায় ১০/১৫ পুর্বে বিয়ে হয় অমৃতার। স্বামী রিক্সা চালক। অমৃতা মাইক্রো কোম্পানীতে চাকুরী করতো।
ছুটি নিয়ে মা-বাবা’কে দেখতে নবীগঞ্জে পিত্রালয়ে আসে দু’ মাস আগে। দেরীতে ফেরায় চাকুরি হারায় মাইক্রো কোম্পানীর। জুন মাসের প্রথম দিকে চাকুরী নেয় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায়। অমৃতার স্বপ্ন ছিল স্বামী, কন্যা সন্তানসহ মা-বাবাকে নিয়ে সুখের একটি সংসার। মা-বার মুখে এক মুটো আহার তোলে দেয়ার। তার সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেলো একটি দুর্ঘটনায়। অমৃতার মা আনোয়ারা বেগমসহ পরিবারের একটাই দাবী তাদের মেয়ে অমৃতার লাশ ফিরিয়ে দেয়া হোক। ঘটনার ন্যায় বিচারও চান তারা।