দিলোয়ার হোসাইন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে কভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রনে কাজ করার জন্য সমাজের নেতৃস্থানীয় সমাজপতি ও সর্দারগনের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়।
১২ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা করা হযেছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,বড়বাজার ব্যাকসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন,শেখ শাহনেওয়াজ ফুল প্রমূখ।
মতবিনিময় সভায় বিভিন্ন মহল্লার সর্দারগন বলেন, সরকার ও রাষ্ট্রের আইন মেনেই চলতে হবে। এছাড়া ধর্মের সাথে সাংঘর্ষিক কোন কাজও করা যাবেনা।
করোনা ভাইরাস থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে। এর জন্য সামাজিক সচেতনতা দরকার।
আমাদেরকে অবশ্যই স্বস্থ্যবিধি মেনে চলতে হবে।