নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিলাদ হোসেন নামে ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু পিটুয়া গ্রামের কামরুল হাসান বাঘার ছেলে। বিকালে তার মৃতদেহ দাফন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের কামরুল হাসান বাঘার শিশু পুত্র মিলাদ হোসেন (২) সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে সকলের অগোচরে পড়ে যায়। পরিবারের লোকজন খোজাঁখুঁজি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহেল আহমদ।