স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মগ্রহণকারী এক ব্যাক্তি ৫দিন ধরে নিখেঁাজ রয়েছেন। তার মোবাইল নাম্বারও বন্ধ। নও মুসলিম ওই ব্যাক্তির নাম মোহাম্মদ আলী(৫০)। তার বাসা হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় এবং পূর্বের নাম ছিল রতন দেব।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল মোহাম্মদ আলী হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সাবেক সভাপতি এডভোকেট বদরু মিয়ার মাধ্যমে নোটারী পাবলিক এডভোকেট আব্দুল মালেক এর নিকট এ্যাফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে ৪০ দিনের চিল্লায় যান এবং হবিগঞ্জ মার্কাজ মসজিদে নামাজ ও ইবাদত বন্দেগী করতেন।
কিন্তু গত ৫ জুলাই থেকে তাকে তার সাথের মুসল্লিরা খুজে না পেয়ে মোবাইলে ফোন করেও তা বন্ধ পাচ্ছেন। এতে তারা আশংকা করছেন ইসলাম ধর্মগ্রহণ করার জন্য তাকে কোন ব্যাক্তি বা কোন সংস্থা উঠিয়ে নিয়ে যেতে পারে।
মোহাম্মদ আলীর স্ত্রী মঞ্জু রানী দেব ও তার সন্তানরা ইসলাম ধর্মগ্রহণ করেননি। তাদের গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামেরও তার সাথের মুসল্লিরা খোঁজ করে কোন সন্ধান পাননি।