নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক জীবন আহমেদ লিটন করোনায় পজিটিভ হয়েছেন । গতকাল বুধবার (৭ জুলাই) সন্ধ্যার পর সিলেট পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ । ৫ জুলাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন তিনি । বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা অনেকটা ভালো। তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক জীবন আহমেদ লিটন ভোরের কাগজের বানিয়াচং প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক অনুসন্ধান পোর্টালের সম্পাদক।
করোনার শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে আসছিলেন তিনি। মহা দূর্যোগে যে ক’জন সাংবাদিক বানিয়াচংয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিনিয়ত সংবাদ পরিবেশন করেছেন এর মধ্যে সাংবাদিক জীবন আহমেদ লিটন অন্যতম।