সৈয়দ সালিক আহমেদ : বর্তমান করোনা মহামারী সময়ে মসজিদে জামাতের সহিত নামাজ এবং অন্যান্য বিষয়ে দিক নিদের্শনামূলক বিঞ্জপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ।
মঙ্গলবার (৬জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রনালয় এক জরুরী বিঞ্জপ্তিতে এতথ্য জানিয়েছে।
বিঞ্জপ্তিতে জানানে হয়, করোনা মহামারী প্রতিরোধের লক্ষে সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রনালয় মসজিদে নামাজের সময় নিম্নোলিখিত বিষয়গুলো পালনের জন্য বিঞ্জপ্তি প্রকাশ করেছে।
বিঞ্জপ্তিতে আরো জানানো হয়, মসজিদে আগত সকল মুসল্লীকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে হবে।
সুন্নত এবং নফল নামাজ নিজ বাসায় পড়ে আসতে হবে, শুধুমাত্র ফরজ নামাজ সামাজিক দুরত্ব বজায় রেখে জামাতে পড়া যাবে।
নামাজ শুরু হওয়ার পূর্বে মসজিদ জীবানুনাশক দ্বারা জীবানুমুক্ত করতে হবে।
মসজিদের ভিতরে কোন ধরণের কার্পেট ব্যবহার করা যাবেনা।
ওজু খানায় হাত ধোয়ার জন্য সাবান রাখতে হনে।
মঙ্গলবার রাতে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম এই জরুরী বিঞ্জপ্তি স্থানীয় গণমাধ্যমে প্রেরণ করেন।