নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ষ্ঠ দিনের মতো সরকারি নির্দেশিকা বাস্তবায়নে প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
মঙ্গলবার ( ৬জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাশেদ ও অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরুল ইসলাম এর অধীনে সেনা ও পুলিশ সদস্যগণ।
টহল পরিদর্শন ও জনসচেতনতা কার্যক্রমে যৌথবাহিনীর সাথে যুক্ত ছিলেন সেনাবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মিজান এবং কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাজীব ।
জনসচেতনতার পাশাপাশি আইন অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করা হয়।