শেখ হারুন,চুনারুঘাট থেকে : দেশব্যাপী অভিন্ন মানদন্ডে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ।সোমবার (৫ জুলাই) দুপুরে এ কৃতিত্বের জন্য জেলা পুলিশ প্রসাশনের পক্ষ থেকে তাঁর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
হবিগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত কল্যাণ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের প্রমূখ। জেলার শ্রেষ্ঠ ওসি’ মো: আলী আশরাফ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর চুনারুঘাট থানায় যোগদান করেছি।
পুলিশ সুপার স্যারের নিদের্শনায় ও সহকর্মীদের সর্বাত্মক সহযোগীতায় যোগদানের পর থেকেই থানা এলাকায় অপরাধ দমনে ও পুলিশি সেবা মানুষের নিকট পৌঁছে দিতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, এই প্রাপ্তি সমগ্র উপজেলাবাসীর।সকলের সহযোগীতা,দোয়া ও ভালবাসায় এই সম্মানের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।