শেখ হারুন,চুনারুঘাট থেকে।।করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন নিশ্চিতের ন্যায় জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ও ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার, নালমুখ ,সাত্তালিয়া, আব্দাছালিয়া বাজারসহ অন্যান্য এলাকায় সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার(৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ভিন্ন ধারায় বিভিন্ন জনকে মোট ২৬ টি মামলায় ১০ হাজার ৭’শ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে বিনা প্রয়োজনে ঘর থেকো বাহির না হওয়ার অনুরোধ জানান ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল।