বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি কোভিড-১৯ আক্রন্ত হয়েছেন।
৩ জুলাই দুপুর ১টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সের নমুনা স্যাম্পল সংগ্রকারী নিশাত রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাপিড এ্যাকশন টেস্টের মাধ্যমে এসিল্যান্ডের বাসায় অবস্থান করেই ফলাফল সংগ্রহ করে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদ কোয়ার্টারের বাসায় অবস্থান করেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসার যাবতীয় তদারকি করা হবে বলে জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সাথে য়োগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী কমিশনার (ভূমি) কোভিড-১৯ এ আক্রা›ত হয়েছেন। তিনি এ সময় বলেন আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হয়। আমাদেরকে ঝুকি নিয়ে কাজ করতে হয়।
উল্লেখ্য যে, ৩ জুলাই আরও একজনের র্যাপিড এ্যাকশন টেস্টের মাধ্যমে করোনা পজিটিভ ফলাফল এসেছে।