আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ কাজ শেষের দুই মাসের মধ্যেই ধসে পড়লো কোটি টাকার রাস্তা ও ব্রিজের ব্লক।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রীতিমত হৈচৈ। একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন এলাকার সচেতন মহল।
প্রায় কোটি টাকা ব্যয়ে রাজার বাজার-কালিশিরি রাস্তার সংস্কার কার করেন শায়েস্তাগঞ্জের ঠিকাদার মুখলেছ আহমেদ এর এমওকে ফাউন্ডেশন।কাজের শুরুতেই কালভার্ট নির্মানের সময় ৩নং ইট ব্যবহার করার্ এলাকাবাসী বাধা প্রদান করেন। পরে ঠিকাদার ইট পরিবর্তন করে ১নং ইট ব্যবহার করেন।
এলাকাবাসী বাধা দিলেও প্রকৌশলীদের দায়সারা মনোভাব লক্ষ করা যায়।তারা বলেন নিয়ম মেনে ই কাজ হচ্ছে।আপনি কি ইঞ্জিনিয়ার? পণ্যের গুণাগুন সম্পর্কে আপনি কি বুঝেন?আবার চাঁদাবাজির মামলা করার হুমকি দিলে সাধারণ মানুষ ভয়ে কথা বলেনি। তারা তাদের মত কাজ করে চলে যায়।গত ২/৩ দিনের বৃষ্টিতে রাস্তার ব্রিজের নিচের ব্লক গুলো ধসে পড়ে। বন্যা হলে এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী ও উপজেলা কৃষকলীগ সভাপতি মুজিবুর রহমান বলেন,ব্লক বসানোর পুর্বে মাটি গুলো ভাল ভাবে বসানো হয়নি ফলে বৃষ্টির পানিতে ব্লক ধসে গেছে।
এব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত বলেন,বিষয়টি তার জানা নেই।ব্লক ধসে পড়লে ব্যবস্থা নেয়া হবে।