আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুশিয়ার নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির ফলে নানা আতংক ও উৎকন্ঠায় সময় পাড় করছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী লোকজন। পানি আরও বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকাও রয়েছে।
শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন কুশিয়ার নদীর তীরবর্তী দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন।
জানা যায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আতংক দেখা দিয়েছে নদীর তীরবর্তী বসবাসকারী মানুষের মনে। কুশিয়ারা পানিও ক্রামাগত বৃদ্ধি পাচ্ছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া ও আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ জনপ্রতিনিধিদের নিয়ে সরেজমিন দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম ও আউশকান্দি ইউনিয়নে পাহাড়পুর গ্রামের কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা পরিদর্শন করেন।
দীঘলবাক গ্রামের এলাইছ জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের ফলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে রয়েছি। নদীর পাড়ের অনেকাংশে ভাঙন দেখা দিয়েছে।
দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া বলেন, নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে এই দ্বারা অব্যাহত থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ হয়েছে। তারা জানিয়েছে বাঁধ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার বলেন, বর্তমানে কুশিয়ারার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।