মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) :
সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন নিশ্চিত করতে শুক্রবার ২য় দিনের মতো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর এলাকা, দূর্গাপুর বাজার, নতুনব্রীজসহ সহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সত্যজিত রায় দাশ,এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মোট ১৫ টি মামলায় ৫৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। তাছাড়াও ভ্রাম্যমান আদালত সচেতনতা বৃদ্ধির জন্য
মাস্ক বিতরণ করে।