এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনব্যাপী প্রচারাভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০.০০ ঘটিকা হতে উপজেলায় বিভিন্ন বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।উক্ত প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট এবং মোঃ মঈন খাঁন এলিস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় , হবিগঞ্জ।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন পৌরসভার মেয়র সাইফুল আলম,বাংলাদেশ সেবাবাহিনীর একটি দল এবং অফিসার ইনচার্জ আশরাফ আলী সহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
মন্ত্রীপরিষদ কর্তৃক ০১ জুলাই ২০২১ তারিখ থেকে ০৭ জুলাই ২০২১ খ্রি. পর্যন্ত করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)- এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন চলাকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য/সামগ্রীর দোকান এবং ফার্মেসী ছাড়া সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সকলকে মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্য বিধি মেনে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করতে উপজেলা প্রশাসন, চুনারুঘাট এর পক্ষ হতে সকলকে অনুরোধ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রচারাভিযানকালে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ০৬টি মামলায় ৪৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ২০০ পিস মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়।এবং এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।