সৈয়দ সালিক আহমেদ : আজমিরিগঞ্জের শিবপাশা গ্রামের বং মহল্লা পৈত্রিক সম্পত্তিতে হামলা ভাংচুর ও বৃক্ষনিধন করে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।
বুধবার (৩০জুন) রাত ৮টাশ হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোবাশ্বির চৌধুরী বলেন, আজমিরিগঞ্জ শিবপাশা ইউনিয়নের বং মহল্লার ৬৮০ দাগের ৪একর ২৮শতক জায়গা আমাদের পূর্ব পুরুষদের মৌরসী সম্পত্তি। ১৯৫৬ ইং সন থেকে আমাদের পূর্ব পুরুষ সাবেক চেয়ারম্যান মরহুম তজমুল আলী চৌধুরী, মরহুম আলী রহমান চৌধুরী, এবং মরহুম আলী হায়দার চৌধুরীর নামে রেকর্ড ভুক্ত হয়।
কিন্তু একটি কুচক্রী মহলের সদস্য সামায়ুন বখতিয়ার, ইকবাল হোসেন, একেএম আজাদ এবং ইফতেখার আহমদের নেতৃত্বে ২৮জুন তারিখ সকালে দেশীয় অস্র নিয়ে মার্কেট ও বৃক্ষরাজীতে হামলা চালায়।
হামলার পর আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাই সংবাদ সম্মেলন থেকে ঘটে যাওয়া অবিচারের বিচার চাওয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকামমেল আবেদীন চৌধুরী, পলাশ চৌধুরী।