এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র জনগোষ্ঠীর সাথে আর্থিক প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে (২৭ জুন) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবের স্থানীয় দশ ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগ প্রেরণ করা হয়েছে।
অভিযোগের পরিপত্রে জানা যায়, উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা মো. আইয়ুব আলীর পুত্র মো. লিটন মিয়া এবং নাছিরাবাদ চা বাগানের বাসিন্দা মৃত মাইচং হাজং এর পুত্র পলাশ হাজং দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের নামে শিক্ষা উপবৃত্তি পাওয়ার সুযোগ করে দেবে বলে মানুষের সাথে প্রতারণা করে জনপ্রতি ৫০০ হতে ১০০০ টাকা করে হাতিয়ে নেয়।
এছাড়াও সম্প্রতি সময়ে এলাকায় কোন এক মন্ত্রীকে পরিদর্শনে আনার কথা বলে ঘরে ঘরে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করে তারা। বিষয়টি জানাজানি হয়ে গেলে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে আইনী ভয় দেখাতে শুরু করে। তারই ধারাবাহিকতায় গত ২৭ জুন রবিবার দুপুরে ভূক্তভোগীরা একাট্টা হয়ে স্থানীয় ইউএনও বরাবরে অভিযোগ করেন।
অভিযোগকারীদের মধ্যে যোসেফ দেববর্মা, ঈশ্বর চন্দ্র দেববর্মা, সিতুষ দেববর্মা, সরেন দেববর্মা, রাধামোহন দেববর্মা, রিপাউ সাওতাল, সঞ্জু দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, দিলিপ ও বিলিসি বলেন আমরা নিতান্তই অশিক্ষিত লোক বটে। সারাদিন পাহাড়ে কাজ করি, রাতে পরিবারের করে পরিবারের খরচ চালাতে খুবই কষ্ট হয়। তথাপী ছেলেমেয়েদের ভাগ্য পরিবর্তনের আশায় নানা ঝাক্কি ঝামেলা সহ্য করে তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করেছি। কিন্তু আমাদের অশিক্ষার সুযোগে এলাকার লিটন মিয়া ও পলাশ হাজং মিলে আমাদের সন্তানদের নামে সরকারি সহযোগিতার অর্থ হিসেবে নিয়মিত মাসিক উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সরকারি অফিসে ঘুষ দেওয়ার কথা বলে আমাদের কাছ হতে বিভিন্ন অংকের টাকা নিয়ে এখন তা অস্বীকার করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করে বলেন- বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরোদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও এলাকায় যে কোন ধরণের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের সঠিক তথ্য প্রদানের জন্য সকলকে আহ্বান করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত লিটন মিয়া ও পলাশ হাজং সাথে যোগাযোগ করার চেষ্টা করলে,লিটন মিয়ার সাথে কথা বললে, তিনি জানান, আমি মূলত উপজাতি,তবে ধর্মান্তরিত হয়ে মুসলিম হই।তবে লেখাপড়ার পাশাপাশি আগে থেকেই আমার সম্প্রদায়ের বিভিন্নভাবে সরকারি বেসরকারি সহায়তা সুযোগ সুবিধা বঞ্চিতদের তথ্য নিয়ে পাইয়ে দেয়ার চেষ্টা করেছি।এর আগেও কিছু কুচক্রী আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এমনটা করছে।এর আগেও এমন ঘটনার ফলে আমি প্রায় ২০০ জন সম্প্রদায়কে নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাক্ষাৎ করে ভুল তথ্যের অবসান করেছি।