এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ জুন) বিকাল ৫.৩০০ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় চুনারুঘাট টু রানীগাঁও সিএনজি স্ট্যান্ড এর পাশে গাঁজাসহ মানিক মিয়া সাং খিলবামৈই, বাহুবল নামক একজনকে আটক করা হয়।
আটককৃত কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করা হয়। এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান।