নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মানা হচ্ছে না সরকারের কঠোর বিধি নিষেধ। বিধি নিষেধ কার্যকর করতে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও উপজেলা কিংবা পুলিশ প্রশাসনের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।
সোমবার (২৮ জুন) প্রথম দিনেই সকাল থেকে নবীগঞ্জ শহরে চলছে অবাধে ব্যবসা বাণিজ্য এবং মাস্ক বিহীন লোকজনের আনাগোনা। বাস চলাচল বন্ধ থাকলেও অবাধে চলছে সিএনজি ও টমটমসহ অন্যান্য যানবাহন।
তবে উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০ টায় শুধুমাত্র শহরে মাইকিং করে সরকারের প্রজ্ঞাপনের বিষয়ে জনসাধারণকে জানানো হয়।
সুত্রে জানাযায়, দেশে চলমান মহামারি করোনা পরিস্থিতির কারণে রবিবার বিকালে সরকার কঠোর বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেন। উক্ত প্রজ্ঞাপনে বলা হয় পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতিত সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করবেন আইনশৃংখলা বাহিনী। সকল শপিংমল, মার্কেট ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে, খাবারের দোকান হোটেল রেস্তুরা সোমবার সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে হোটেলে বসে খাওয়ানো যাবেনা অনলাইনে এবং টেইকওয়ে দেয়া যাবে। মাস্ক পড়ার জন্য সর্বসাধারণকে জনসচেতনতা সৃষ্টি করার জন্য বলা হয় উক্ত প্রজ্ঞাপনে।
সরকারের এই কঠোর বিধি নিষেধ আরোপ করার পরও সোমবার সকাল থেকেই নবীগঞ্জের চিত্র ছিল ঠিক আগের মতোই । ভোর ৬ টা থেকে ব্যবসায়ীরা তাদের দোকান খুলে ব্যবসা শুরু করেন। হোটেলে হোটেলে লোকজনের ভীড়। বাস চলাচল বন্ধ থাকলেও অবাধে চলছে সিএনজি, টমটম গাড়ীসহ অন্যান্য যানবাহন। অধিক যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায়ও করছে তারা। এমন অভিযোগ করছেন যাত্রী সাধারণ। মার্কেট ও শপিং মলে লোকজনের প্রচুর সমাগম লক্ষ্য করা গেছে। টহলরত পুলিশের গাড়ীর পাশেই লক্ষ্য করা গেছে মাস্ক বিহীন মানুষের অবাধ বিচরন। এদিকে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এতে সোমবার ভোর ৬ টা থেকে সরকারের কঠোর বিধি নিষেধের কথা বলা হয়। যা সাধারণ মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি করে।