নিজস্ব প্রতিনিধিঃ-হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুতাব্বির মিয়া(৭০) আজ(রবিবার)২৭জুন বিকাল সাড়ে ৪টায় তিনি নিজ বাড়িতে(মজলিশপুর)গ্রামে ইন্তেকাল করেছেন।
দীর্ঘদিন ধরে শারিরীক ভাবে অসুস্থ হয়ে ঢাকা-সিলেটসহ বিভিন্ন স্হানে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন বলে পারিবারিক সূত্রে জানাযায়।উনার মৃত্যুর সংবাদটি বানিয়াচং উপজেলা সদর সহ সামাজিক যোগাযোগের মাধ্যম(ফেইসবুকে)ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে উনার মৃত্যুর সংবাদটি নিজেরা প্রকাশের মাধ্যমে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে।
সূত্র থেকে আরও জানাযায়,আগামীকাল ২৮জুন(সোমবার)সকাল ৯টায় স্হানীয় আদর্শ বাজারের ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।উনার জানাজার নামাজে অংশ গ্রহন করার জন্য ধর্ম প্রান মুসলমান ভাইদেরকে পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।
উল্লেখ্য,এই বীর মুক্তিযোদ্ধা বানিয়াচং উপজেলার ১৯৮৩ইং সনের শেষের দিকে অনুষ্ঠিত ইউপি পরিষদ নির্বাচনে জীবনের প্রথম তিনি নির্বাচনে অংশ গ্রহন করেন।
এসময় এই নির্বাচনে মরহুম আয়ূব আলী চেয়ারম্যান ও সৈয়দ ফয়জুল হক(মোতাওয়াল্লী)সাহেব নির্বাচনে অংশ করে পরাজিত বরন করেন।
১৯৮৪ইং থেকে বীর মুক্তিযোদ্ধা মুতাব্বির মিয়া ১নং ইউপি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করে টানা ২বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ন্যায়,নিতী,সততার সহিত সঠিক ভাবে দায়িত্ব পালন করেন।
পড়ে তিনি চেয়ারম্যান থাকা অবস্থায়ই তৃতীয় বারের নির্বাচনে আর অংশ গ্রহন না করে অবসরে চলে যান।
এছাড়াও দেশ স্বাধীন করার পাছনে রয়েছে উনার অগ্রনী ভূমিকা।টগবগে তরুণ যুবক অবস্থায়ই তিনি মা-বাবা,ভাই,বোন আত্বীয়-স্বজনের মায়া ত্যাগ করে জীবন বাজী রেখে যুদ্ধে অংশ গ্রহন করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সবার কাছে ফিরে আসেন।উনার সাংসারিক জীবনে দুই পুত্র মোঃজুয়েল মিয়া,কায়েছ মিয়া ও এক কন্যা সন্তান এবং অসংখ্য আত্বীয় স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বর্তমানে উনার বড় পুত্র মোঃজুয়েল মিয়া ঢাকায় সরকারি একটি প্রতিষ্টানে অডিট অফিসার হিসাবে নিযুক্ত রয়েছেন।