স্টাফ রিপোর্টার : দৈনিক আজকের হবিগঞ্জ এর সার্কুলেশন ম্যানেজার ও সংবাদপত্রের এজেন্ট মোঃ শাহজাহানের মা আনোয়ারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পত্রিকাটির পরিবার।
শনিবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন দৈনিক আজকের হবিগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এম এ মজিদ ও বার্তা সম্পাাদক আশরাফুল ইসলাম কহিনুর। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে আনোয়ারা খাতুন শনিবার রাত ৯টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৩ বছর। রবিবার সকাল ১০টায় শহরের গরুর বাজার নুরানী জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।