শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পর্যটন শিল্প বিকাশের লক্ষে “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অব্যাহত থাকে এ ভিডিও কনফারেন্স। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক ইশরাত জাহান কেয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, প্যানেল আলোচক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়ন্ত কুমার সিংহ, বিশেষ অতিথি বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ জাহানারা খাতুন।
বক্তব্য রাখেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক অনুসন্ধানের সম্পাদক জীবন আহমদ লিটন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, শিক্ষক সাধনা রাণী সূত্রধর প্রমুখ। এছাড়া ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল হক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
কর্মশালায় বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগর দিঘি, বিথঙ্গল আখড়া, লক্ষীবাওড় জলাবন, পদ্মবিলসহ উল্লেখযোগ্য সকল স্থানকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়। এছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে বানিয়াচং বেষ্টিত গড়ের খাল ও নদী খনন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।