নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানে পাওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম তাজুল ইসলাম(১৪)।
সে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মো: আলফু মিয়ার ছেলে। সে পেশায় ব্যাটারী চালিত টমটম চালক।
গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টায় গিলানী চা-বাগানের অভ্যান্তরে গলায় রশি পেছানো মৃত অবস্থায় লাশটি পড়ে থাকে। স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ লাশটি উদ্ধার করেন।