মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চাবাগানের গিলানী ফাঁড়ি বাগানের চা- গাছের সাথে গলায় রশি পেছানো অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে অনুমান (১৪)।
শুক্রবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় চুনারুঘাট থানার এসআই আব্দুল মোতালেব এর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেন। এর আগে খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আল মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ ঘটনারস্থল পরিদর্শন করেন।
এসআই আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের মুখের বাম পাশে চেছা দাগ ও গলার চতুর্দিকে রশির পেছানো দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে শত্রুতা বশত তাকে কে বা কাহারা গলায় রশি পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে চাগাছের সাথে বেধেঁ রাখে।
অজ্ঞাতনামা ছেলেটির পড়নে ছিল কাল রঙ্গের জিন্সের ফুল প্যান্ট এবং গায়ে কাল হলুদ মিশ্রিত ফুল হাতা শার্ট। এবিষয়ে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, লাশের সুরতহাল করা হয়েছে মর্গে পাঠানো হবে এবং অজ্ঞাতনামা ছেলেটির কোন পরিচয় জানা থাকলে চুনারুঘাট থানার মোবাইল ০১৩২০১১৮৮৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।