শেখ হারুন,চুনারুঘাট থেকে : সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে নাগরিক নিবন্ধনের কার্যক্রম চলছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল জানান,যে সকল জীবিত ভূমি মালিকের নামে খারিজ/খতিয়ান খোলা আছে কেবল তারাই নিচে দেয়া লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। তাছাড়া ইউনিয়ন ভূমি অফিস অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে ও নিবন্ধন করতে পারবেন।
https://ldtax.gov.bd/citizen/register
যে সকল ভূমি মালিকগন ওয়ারিশ সূত্রে মালিক বা দলিলমূলে মালিক কিন্তু খারিজ খতিয়ান করা হয়নি তাদের খারিজ করে নিবন্ধন করতে হবে।এর কারণ নিজ নামে খতিয়ান ছাড়া অনলাইনে হোল্ডিং খোলা যায় না।
এ সংক্রান্ত যেকোন বিষয়ে প্রয়োজনে জিজ্ঞাসার জন্য উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সকল ভূমি মালিকদের
যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
এ সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও সহযোগীতা পেতে প্রয়োজনে নিচে দেয়া মোবাইল ফোন নাম্বারে
01753452187 যোগাযোগ করতে ভূমি মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।