এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নে অবৈধভাবে গরুর হাট বসানোর বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ২১ জুন বিকাল ৩.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট ।
৯নং রাণীগাঁও ইউনিয়নে অবৈধভাবে গরুর হাট বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই সময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার অপরাধে ২ জন ট্রাক চালককে ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতার ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।