নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরো মুক্তিযোদ্ধাসহ ১৫ জন গৃহহীন মানুষ পেলেন তাদের স্বপ্নের ঠিকানা।
রবিবার(২০ জুন)দুপুর সাড়ে ১২ টায় উপজেলা হলরুমে মুজিববর্ষের উপহার গৃহহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সহকারি কমিশনার রাজীব দাশ পুরকায়স্থ, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রমাপদ দে, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।